গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



১৯৮০ সালের ২৯ নভেম্বর নাট্যশিল্পীদের স্বপ্ন বাস্তাবায়নে এবং থিয়েটার আন্দোলনকে বিকশিত করার প্রত্যয়ে গঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। চলতে চলতে নাট্যশিল্পীদের এ সংগঠনটি তিন যুগে পর্দাপন করলো। গতকাল মঙ্গলবার ছিল ঐতিহ্যবাহী এ সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছরের ন্যায় এ বছরও এ দিনটি নাট্যকর্মীরা গ্রুপ থিয়েটার দিবস হিসেবে উদযাপন করেন। গ্রুপ থিয়েটার দিবস উদযাপন উপলক্ষে নগরীতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। র‌্যালিটি নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে বড়কুঠির পদ্মা গার্ডেনে (মুনস্গার্ড পার্ক) গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতিম-লীর সদস্য বিশিষ্ট নাট্যজন প্রফেসর মলয় কুমার ভৌমিক, রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুল্লাহ সরকার কামা, সাধারণ সম্পাদক নূর আলম, রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, নগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, থিয়েটারকর্মী নাট্যজন নিতাই কুমার সরকার, রাজশাহী সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক ফজলুল বারী (হৃদয় রনি), রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, তির্থক নাটকের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সমকাল নাট্যচক্রের প্রচার সম্পাদক রাকিব রায়হান, ড্রিম মেকিং প্রডাকশনের চেয়ারম্যান চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন, গণশিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি সাংবাদিক তৈয়বুর রহমানসহ নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
র‌্যালি শেষে নগরীর বড়কুঠির পদ্মা গার্ডেনের (মুনস্গার্ড পার্ক) মুক্ত মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতিম-লীর সদস্য বিশিষ্ট নাট্যজন প্রফেসর মলয় কুমার ভৌমিক। রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুল্লাহ সরকার কামার সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, রাজশাহী থিয়েটারের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজশাহী সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, নগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
সভা শেষে আসাদুজ্জামান দুলালের রচিত নাটক ‘নজর বন্দি’ মঞ্চস্থ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ