সোনার দেশ ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে।
এছাড়া শনিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটের মেয়র গলিতে মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করা হয়।
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে কিছু লোক চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা করে। তারা বাড়ির গেইট ভেঙ্গে প্রবেশ করে এবং বাড়ির নিচে থাকা একটি সেডান কার ও প্রাডো গাড়ি ভাংচুর করে।
পরে তারা প্রাডো গাড়িতে অগ্নিসংযোগও করে জানিয়ে তিনি বলেন, বাসার নিচতলার জানালা এবং আসবাবপত্রও তারা ভাংচুর করে। এসময় পরিবারের সদস্যরাও ঘরে ছিলেন না।
শিক্ষামন্ত্রী নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার বাসায় হামলা হওয়ার কথা জানিয়ে বলেন, হামলাকারীরা গাড়ি ভাঙচুর ও তাতে আগুন দেয়।
চশমা হিলে নওফেলের এটি পৈত্রিক নিবাস। এটি তার বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা ও তিনবারের সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবন।
মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
অপরদিকে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা।
সন্ধ্যার পর নগরীর চান্দগাঁও থানাধীন মেয়রের বাড়িতে হামলার সময় সিটি মেয়র রেজাউল করিম বাড়িতে ছিলেন।
সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা প্রথমে মেয়রের বাড়ির বাইরের গেইট ভেঙ্গে ফেলে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ভেতরের গেইটটি ভাঙতে পারেনি।
ভেতরে মেয়রের নিরাপত্তায় থাকা পুলিশের সদস্যরা বাধা দেয়ার চেষ্টা করেন।
শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসায় হামলা হওয়ার তথ্য দিয়েছেন নগর পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজও।
তথ্যসূত্র: বিডিনিউজ