বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসের এক অফিসারকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে তাঁর দুই ভারতীয় সঙ্গীকেও। বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ বিদেশ মন্ত্রকের অফিসে জরুরি তলব করা হয়েছে ভারতের নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে।
দিল্লি পুলিশ সূত্রের খবর, আটক হওয়া পাক দূতাবাসের ওই কর্মীর নাম মহম্মদ আখতার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতের সেনা বাহিনীর গোপন তথ্য তিনি পাকিস্তানে ফাঁস করে দিতেন। তাঁর কাছ থেকে বেশ কিছু গোপন নথিও মিলেছে। আর তাঁর কাছে এই নথি পৌঁছে দিতেন আটক হওয়া দুই রাজস্থানের বাসিন্দা। তবে তাঁরা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কি না তা এখনও স্পষ্ট নয়।
দীর্ঘ দিন ধরেই দিল্লি পুলিশের কাছে ওই অফিসারের বিরুদ্ধে তথ্য ফাঁসের খবর আসছিল। উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাঁকে হাতেনাতে ধরা যাচ্ছিল না। এ দিন ভারতীয় সেনার গোপন নথি-সহ তাঁকে পাকড়াও করা হলেও দূতাবাসের কর্মী হওয়ায় এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। কূটনৈতিক রক্ষাকবজের জেরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেয়া হয়। দিল্লি পুলিশের অপরাধদমনকারী শাখা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বিষয়টি সবিস্তারের জানিয়েছে। এ বিষয়ে আলোচনা করতেই আব্দুল বাসিতকে ডেকে পাঠানো হয়েছে।- আনন্দবাজার পত্রিকা