চলে গেলেন কবি মাকিদ হায়দার

আপডেট: জুলাই ১০, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কবি মাকিদ হায়দার মারা গেছেন; বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে আটটায় ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান। মাকিদ হায়দারের মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ছোট ভাই আরিফ হায়দার। মাকিদ হায়দারের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হায়দার বলেন, আমার ভাই কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। আজ সকালে বাসাতেই মারা যান।

মরদেহ পাবনার আরিফপুরের দোহারপাড়ায় পারিবারিক গোরস্তানে দাফন করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান আরিফ হায়দার।
বাংলা একাডেমি মহাপরিচালক নূরুল হুদা জানিয়েছেন, কবি মাকিদ হায়দারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে।

পাঁচ দশক ধরে সাহিত্যচর্চায় যুক্ত মাকিদ হায়দারের উল্লেখযোগ্য গ্রণ্থের মধ্যে রয়েছে, ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ ‘আপন আঁধারে একদিন’ ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’ ‘বাংলাদেশের প্রেমের কবিতা’ ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’ ‘প্রিয় রোকানালী’ ‘মমুর সাথে সারা দুপুর’।

সাহিত্যে বিশেষ অবদান রাখায় মাকিদ হায়দার বাংলা একাডেমিসহ দেশের উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার আরিফপুরের দোহারপাড়ায়। তার পরিবারের অন্য সদস্যরাও বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন এবং তারা স্বনামে পরিচিত।

মাকিদ হায়দারের ভাইদের মধ্যে প্রয়াত হয়েছেন নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার। আরেক ভাই কবি দাউদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। তারা প্রত্যেকেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।- বিডিনিউজ