চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০৪ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও জাতীয় এবং অলিম্পিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্যদিয়ে দিনব্যাপী উদ্বোধন করা হয়। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পত্নী মাহফুজা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। পরে, ৩৩টি ইভেন্টে প্রতিযোগীদের গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ৫ উপজেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহন করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. রেশমা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশী মিলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক শেখ মোঃ ফরিদ সায়েম, কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান বুদু, নির্বাহী সদস্য সালামত হোসেন, আজিজুর রহমান, মোঃ তোফিজুর রহমান পুতুল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ