চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে পরিচালিত এক অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় র‌্যাবের সদস্যরা।



গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জালাল (৪৮)। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাদা পোশাকে গোয়েন্দা দলকে সাথে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টায় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিটের পাশে ফটিক হোসেনের বসত বাড়ীর উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত জালালকে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জালাল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র আনার বিষয় স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে অস্ত্র ব্যবসায়ী জালালকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।