চাঁপাইনবাবগঞ্জে করদাতা উদ্ধুদ্ধকরণ সভা

আপডেট: অক্টোবর ১৮, ২০১৬, ১১:৫০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে করদাতা উদ্ধুদ্ধকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ সভার আয়োজন করে।
মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শূল্ক আইন-২০১২ এর সুবিধা সমূহ নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার রুহুল আমীন। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্মকমিশনার মাহফুজুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহসভাপতি আবদুল হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ওয়ারেছ আলী, চাঁপাইনবাবগঞ্জে কর বিভাগের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী, কর আইনজীবী লূৎফর রহমানসহ করদাতাগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ