শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বরোড মোড়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সাড়ে ২ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৪) নামে একজনকে আটক করেছে। রোববার (২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ^রোড মোড় এলাকার বিসমিল্লাহ ফলঘরের সামনে এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটককৃত মাসুদ রানা হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাংগা ইউনিয়নের হরিনগর খ্যাতাপাড়ার আব্দুল হান্নানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল বিশ্বরোড মোড় এলাকার নুরজামান মার্কেটের বিসমিল্লাহ ফল ঘরের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।