শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিল সভার উদ্বোধন করেন, বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক আনওয়ার হোসেন।
জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কাউন্সিল সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য বর্মন,আঞ্চলিক উপ-পরিচালক সাইফুল ইসলামসহ অনান্যরা।
কাউন্সিল সভায়, কাউন্সিলরদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। পরে জেলা প্রশাসক আব্দুস সামাদ আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি ঘোষনা করেন। এতে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এ, কে, এম, তাজকির উজ-জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, মোঃআব্দুর রশিদ,জেলা প্রাথমকি শিক্ষা অফিসার মো. জেছেরআলী, মুক্ত মহাদল, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি, মোঃ মোসফিকুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. আসলাম কবীর, সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল স্কাউট গ্রুপের যুগ্ম-সম্পাদক গোলাম রশিদ আর যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক।