চাঁপাইনবাবগঞ্জে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (০৩ আগস্ট) বিকেলে জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয় ৬টায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও সর্বাত্বক অসহযোগ আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাতেন খাঁর মোড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শান্তিমোড়, নিমতলা, বড় ইন্দারা মোড়, ক্লাব সুপার মার্কেট, কোর্ট চত্বর, অক্ট্রয় মোড় ঘুরে বিশ্বরোড মোড়ে গিয়ে সমাবেশ করে। প্রায় ২ ঘন্টা শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ও যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ