শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছেন সাংসদ আবদুল ওদুদ। গতকাল সোমবার সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে চেকের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আবদুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন আলী ও ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী। অনুষ্ঠানে ৮২ জন ব্যক্তিকে তিন হাজার টাকা করে দুই লাখ ৪৬ হাজার টাকা, চারটি মসজিদ ও দুইটি মন্দিরের উন্নয়নে ৫০ হাজার টাকা করে তিন লাখ টাকা ও ১২ জন নারীকে ১২টি সেলাইমেশিন প্রদান করা হয়।