রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রেহাইচর আদর্শপাড়া এলাকায় গত বুধবার সন্ধ্যায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাদেকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাদেকুল ইসলাম সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের মঞ্জুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে বজ্রবৃষ্টি শুরু হলে সাদেকুল ইসলাম তার বাড়ি সংলগ্ন দোকানের টেলিভিশনের ডিস লাইন বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।