চাঁপাইনবাবগঞ্জে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস



‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ‘লার্নিং অ্যান্ড আর্নিং মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ মেলার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের অ্যাসিট্যান্ট ম্যানেজার নাঈন-আল-আমিন ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের কো অর্ডিনেটর মাহবুবর রহমান শাকিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনজুর রেজা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন।
মেলায় আইসিটি বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এছাড়াও লার্নিং ও আর্নিং সম্পর্কেও মুক্ত আলোচনা করা হয়। মেলায় ৩২টি সরকারি বেসরকারি সেবা প্রদানকারী, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্টলে লার্নিং অ্যান্ড আর্নিং নিয়ে ফ্রি প্রশিক্ষণসহ বিভিন্ন অফার দেয়া হয়।