চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী কোবাদ ওরফে কুবেদ আলী (৪৪) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর মুশরিভুজা গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, বিয়ের পর থেকে কোবাদের সাথে স্ত্রী আয়েশা খাতুনের ছোটখাটো বিষয় নিয়ে কলহ লেগে থাকতো। এর জের ধরে ২০১৯ সালের ৮ জুলাই দুপুরে নিজ বাড়িতে স্বামী কোবাদের সাথে স্ত্রী আয়েশা খাতুনের ঝগড়াবিবাদের এক পর্যায়ে কোবাদ হাসুয়া দিয়ে স্ত্রী আয়েশার গলায় কোপ দেয়। গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মৃতের ভাই মোঃ মুসলিম বাদী হয়ে ওইদিনই কোবাদ ওরফে কুবেদ আলীকে আসামী করে ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ কোবাদকে অভিযুক্ত করে একই সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের কোবাদ ওরফে কুবেদ আলীকে বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।