সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়।
১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আরিফুর রহমান জানান, গতকাল সকালে সীমান্তবর্তী আনারপুর গ্রামের আলফু শেখের ছেলে তোতা শেখ (৫০) ও একই গ্রামের মৃত তেনু মন্ডলের ছেলে তাইজুদ্দিন (৪৫) সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের ৮২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তাদের পরিবারের লোকজন স্থানীয় বাঙ্গাবাড়ী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি বিষয়টি বিএসএফকে অবহিত করে পত্র দিলে ২০৩ নম্বর সীমান্ত পিলারের সন্নিকটে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৬ বিজিবি’র বাঙ্গাবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাসির উদ্দিন ও ৮২ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন আশরাফপুর বিওপি কমান্ডার এসআই হারিশ শিং। পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয় বিএসএফ।