চারঘাটে অবৈধ বালু ও যন্ত্রপাতি উপকরণ নিলামে বিক্রি

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি


রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামে অবৈধ বালুর চারটি স্তুপ ও যন্ত্রপাতি উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর গ্রামে এ জরিমানা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জাকিউল ইসলাম ওই গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। পরেরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে জনসম্মুখে ও ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলমের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়। সরকারি রাজস্ব খাতে ভ্যাটসহ ১ লাখ ৯২ হাজার টাকা নিলামে ক্রয় করেন রানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার উপসহকারী পরিদর্শক আমজাদ, প্যানেল চেয়ারম্যান জালাল, সচিব বেলাল হোসেন, ৮নম্বর ইউপি সদস্য আবদুল মালেক, এখলাস ও স্থানীয় চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জাকিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামে অবৈধ বালু ৪টি স্তুপ ও যন্ত্রপাতি উপকরণ জব্দ করে তা নিলামে বিক্রয় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।