চারঘাটে জামায়াতের পৌর সেক্রেটারী হাফিজুর গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:২২ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি



রাজশাহীর চারঘাট উপজেলায় জামাতের পৌর সেক্রেটারী হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওসিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ রাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারদা থানাপাড়া গ্রামে নিজ বাড়িতে শুয়ে আছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার থানাপাড়া গ্রামের মৃত মমিনুলএর ছেলে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, বিস্ফোরক মামলা ও বিশেষ ক্ষমতা আইনে আসামি হাফিজুরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ