রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়-সোনার দেশ
রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সম্মেলেন কক্ষে এ সংর্বধনা অনুষ্ঠিত হয়।
অফির্সাস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমএম সামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সস্পাদক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। বিদায়ী কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ফেরদৌস, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা রোজি খন্দকার। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত কর্তকর্তাদের বরণ করেন ইউএনও।