চারঘাট প্রেসক্লাবে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি


চারঘাট প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলা বিনএপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে চারঘাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা।



চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান তিতাস, পৌর বিএনপি নেতা ও পৌর সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক আহসানুল হক রাজিব,সারদা ই্উনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দল সাবেক সাংগঠনিক রবিউল ইসলাম রবি সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মতবিনিময় সভায় মুরাদ পাশা দেশের স্বার্থে সকলের সম্মিলিত ভাবে কাজ করতে সাংবাদিকবৃন্দ যথাযথ তথ্যে ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও জনগনের জানমাল রক্ষা করতে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ তাদের সুরক্ষায় নেতাকর্মীদের নিয়ে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ময়েন উদ্দীন পিন্টু, যুগ্ম-সম্পাদক মাইনুল হক সান্টু, কোষাধ্যক্ষ মিঠু রানা সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলাম,শফিকুল ইসলামসহ সকল সাংবাদিকবৃন্দ।