রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার মহিলা ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক মাশরেকুল আনোয়ারকে বিদায় সংর্বধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজের সম্মেলেন কক্ষে এ সংর্বধনা দেয়া হয়।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চারঘাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত নুরুননেছা, দর্শন বিভাগের মনিরুল ইসলাম, অধ্যাপক এসএম মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধি মাহফুজ ইসলাম, প্রভাষক কামরুজ্জামান, তুলি, শরিফুল ইসলাম, সোহেল রানা ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দফতরের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী ইংরেজি বিভাগের প্রভাষক মাশরেকুল আনোয়ারকে বিদায় সংর্বধনা অনুষ্ঠানে ক্রেস্টসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাজদার রহমান।