সোমবার, ৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চিনের ন্যানচ্যাংয়ে একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।
শনিবার ভোরে জিয়াংশি প্রদেশের রাজধানীর বহুতলবিশিষ্ট ওই হোটেল ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে দ্য মিরর, বার্তা সংস্থা রয়টার্স।
অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ভবনটির বেশ কয়েকটি তলা ও ছাদ থেকে ঘন, কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীদেরও দেখা গেছে।
স্থানীয় সময় সকাল ৮টায় লাগা আগুন একটি অ্যাপার্টমেন্ট ব্লকেও ছড়িয়ে পড়েছিল। টেলিভিশন ফুটেজে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভবনটির দোতালায় নির্মাণ কাজ চলছিল, সেখানই থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এতে বহু শ্রমিক আগুনের মধ্যে আটকা পড়েন এবং একজন জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন।গুরুতর আহত ওই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারতলা ওই হোটেলটি ২৪ তলা একটি অ্যাপার্টমন্টে ভবনের সঙ্গে সংযুক্ত এবং আগুনে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও আটকা পড়েছিলেন।
আগুন নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে বেইজিং রিভিউ। চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার ঘটনায় শুরু করা তদন্তে এ পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে।- বিডিনিউজ