চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন কে দল থেকে বহিষ্কার

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ


তানোর প্রতিনিধি:


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খাঁনকে বহিস্কার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। বহিষ্কারের খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে দলের সিনিয়র নেতারা সাদুবাদ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খাঁন কে বহিষ্কার করা হল। এছাড়াও একই অপরাধে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক মানিক কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশে ইচ্ছুক না জেলা বিএনপির এক নেতা বলেন, সরকারের ডাবি নির্বাচন বর্জন করে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ভোট কেন্দ্রে না যেতে লিফলেট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে ভোট বর্জনের দাবিতে লাগাতর অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এসব আন্দোলনের কারনে গায়েবি মামলায় হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছেন। আর চেয়ারম্যান মোজাম্মেল নেতাকর্মীদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে বলছেন। সে বিএনপি করত বলেই চেয়ারম্যান। শুধু তিনি না যে কোন বিএনপির নেতা কিংবা কোন কর্মী এধরণের কর্মকান্ড করলে অবশ্যই বহিষ্কার হতে হবে।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপির সিধাইড় ক্লাব মোড়ে নৌকার নির্বাচনী প্রচারণা সভায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন ভোট বর্জন করা যাবে না, আমি বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী দের ম্যাসেজ দিচ্ছি আগামীতে সরনজাই ইউপিতে উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কারন এমপি ফারুক চৌধুরী অভিজ্ঞ ব্যাক্তি। সভায় এমপি ফারুক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে চেয়ারম্যান মোজাম্মেল হকের এবক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুলত একারনেই তাকে বহিষ্কার করা হয়েছে।