রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গুলশানের হলি আর্টিজানে হামলার মামলায় গ্রেফতার হওয়া আসলাম হোসেন মোহন ওরফে রাশেদকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৯ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম নুরুননাহার ইয়াসমিন এ আদেশ দিয়েছেন। একই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদ মিয়া জানান, মামলার তদন্তের দায়িত্বে থাকা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবির জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গি রাশেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত রাশেদকে ছয় দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দেন। শুনানির সময় আদালতে আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) ভোরে নাটোরের সিংড়া এলাকা থেকে জঙ্গি রাশেদকে গ্রেফতার করা হয়। সে হলি আর্টিজান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও সমন্বয়কারী বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তার বাড়ি নওগাঁর মান্দায়।-বাংলা ট্রিবিউন