জয়পুরহাটে দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী করণে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী করণ প্রকল্পের আওতায় জয়পুরহাটে শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিবর্গের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কলেজের হলরুমে দিনব্যপী এ কর্মশালা অনুষ্ঠত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শিল্প, কলকারখানার অর্ধ শতাধিক ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আহসানুল হাবীব খান এর সভাপতিত্বে কর্মশালায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী রকিবুল হাসান ও জয়পুরহট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল বক্তব্য দেন।

এর আগে মূল প্রবন্ধ পাঠ করেন ইন্সট্রাক্টর (পদার্থ) মিনহাজুল ইসলাম। কর্মশালায় বক্তারা জানান, দক্ষতা তরান্বিত এবং শক্তিশালী করন পকল্পের আওতায় এ প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি তৈরী করে স্থানীয় ও দেশীয় শিল্প-কল কারকাখায় কাজ করে দেশকে সমৃদ্ধ করার পাশাপাশি বিদেশে এ জনশক্তির কর্মসংস্থানের মাধ্যমে বিপুল বৈদেশিক মূদ্রা অর্জনে সহায়ক হবে।