জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী-শিশুসহ আহত ৬

আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের কালাইে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫), তার স্ত্রী রোকেয়া বিবি (৫৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১), ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬) এবং ছেলে রাহিফ (৮)।

আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালা বেগমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় বাড়ির নারী-শিশুরা চিৎকার ও কান্নাকাটি করলে এবং পুরুষ সদস্যরা বাধা দিলে ডাকাতরা রড-ধারালো অস্ত্র দিয়ে তাদের মারধর করে।

এরপর ৬ লাখ টাকা মূল্যের চারটি উন্নত জাতের গরু, ৩ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার, অর্ধ লাখ টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘খরব পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আর লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারের তৎপরতাও চলছে।’