জয়পুরহাটে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে শহরের জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভার আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামাতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শহর আমির আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ত্রয়, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক সোহেল আহমমদ লিও, সাধারণ সম্পাদক মাসুদ রানা, লাইব্রেরীয়ান সম্পাদক ইসমাইল হোসেন, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী ও দৈনিক সংগ্রামের পাঁচবিবি রিপোর্টার আবু হাসান, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও মাস্টার ট্রেইনার মিনহাজুল ইসলাম মানিক, ক্রীড়াবিদ খিজির হায়াত প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম ও দপ্তর সম্পাদক ওমর আলী বাবু। অনুষ্ঠান শেষে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।