শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যে রাষ্ট্র ও গণতন্ত্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র নির্মাণ হয়, বিষয়ক এক গোল টেবিল বৈঠক জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেষ্টুরেন্টে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এসময় বক্তব্যদেন জয়পুরহাট সরকারী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আছির উদ্দিন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার বৈষম্য দূরীকরন এবং ২০২২ সালের নির্বাচন কমিশন গঠনের আইন পরিবর্তন সহ বিভিন্ন বিষয়য়ে মতামত দেন।