জয়পুরহাটে হিন্দু সম্প্রদায়ের অসহায় দুস্থ নারীদের মাঝে কাপড় বিতরণ

আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী হিন্দু সম্প্রদায়ের অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ি-কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির ও হরিবাসর চত্বরে ৫ শতাধিক শাড়ি-কাপড় বিতরণ করেছেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতানের নিজস্ব উদ্যোগে দুঃস্থদের মাঝে এই শাড়ি কাপড় বিতরণ করা হয়। এছাড়াও শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা জায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারী আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মওলানা ইমরান হোসাইন, হরিবাসর ও শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান, শিবমন্দির দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি দূর্গা সাহা, সাধারণ সম্পাদক মিল্টন কুমার কুন্ডু, রাজ কুমার খেতানের সহধর্মিনী ঋতু রাজ খেতান প্রমুখ।

জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, প্রতিটি মন্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন জামায়াতের সদস্যরা। এছাড়া রাজ কুমার খেতানের উদ্যোগে সদর ও পাঁচবিবি উপজেলায় ১৫৭ টি দুর্গাপূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।