জয়পুরহাটে ২১ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন ১৯ জনের

আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ


জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২১ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ির জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। এদের মধ্যে দু’জন পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে আব্দুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলেকে ধানের জমি থেকে পূর্ব শত্রুতার জের ধরে আসামী আলমের বাড়িতে ধরে নিয়ে যায় অন্যান্য আসামীরা। এরপর সেখানে আটকে রেখে তাকে নির্মমভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং বুকে ও পেটে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

জয়পুরহাট জজ কোর্টের সরকার পক্ষের আইনজীবী এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের ব্যাপারে নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version