জরিমানা ছাড়াই ৩১ জুলাই পর্যন্ত দেওয়া যাবে বিদ্যুৎ বিল

আপডেট: জুলাই ২৪, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


জরিমানা ছাড়াই ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকরা জুলাই মাসের বিল পরিশোধ করতে পারবেন। বুধবার (২৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেসকো ও পিডিবি।

ডেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টপেইড গ্রাহকদের চলতি বছরের জুন মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা চলতি মাসের ২০ তারিখ বা এর পরের কোনো তারিখ হলে, কোনো প্রকার জরিমানা ছাড়াই আগামী ৩১ তারিখ পর্যন্ত পরিশোধ করা যাবে।

অন্যদিকে পৃথক বিজ্ঞপ্তিতে পিডিবিও জরিমানা ছাড়া চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত আগের মাসের বিদ্যুৎ বিল গ্রহণ করার ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ