জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে বাইসাইকেল র‌্যালি

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


‘জ্বালানী নির্ভরতা কমাতে সাইকেল চালান’ এ শ্লোগান নিয়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র‌্যালি।
শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে বালুচর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল র‌্যালি উদ্বোধন ও বক্তব্য দেন চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু।

ওয়াটার কিপার বাংলাদেশের সহায়তায় এবং বেসরকারি সংস্থা হারডো আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।

বেসরকারি সংস্থা হারডো’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন।

বালুচর খেলার মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অর্ধশতাধিক ব্যক্তি বাইসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version