বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গভর্নরের বিরুদ্ধে অন্তত দুই লাখ রক্ষণশীল মুসলিম বিক্ষোভ করেছে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর জাকার্তায় একটি বিক্ষোভে অংশ নিতে তারা জমায়েত হয়।
‘অহোক’ হিসেবে পরিচিত গভর্ণর বাসুকি তাহাজা পুর্নামার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অবমাননা করেন বলে জানা গেছে।
বুধবার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিশ্চিত করেন, তার মামলাটি আদালতে উত্থাপিত হতে পারে। পুর্নামা একজন খ্রিষ্টান ও জাতিগতভাবে চীনা। দেশটিতে মোট জনসংখ্যার এক শতাংশ জাতিগতভাবে চিনা।
আকস্মিকভাবে দেশটির প্রেসিডেন্ট ও পুর্নামার রাজনৈতিক মিত্র জোকো উইডো বিক্ষোভ সমাবেশটিতে উপস্থিত হন। এ সময় তিনি সেখানে দাঁড়িয়ে ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট (এফপিআই)’র নেতা রিজিক শিহাবের বক্তব্য শুনেন।
পুলিশ জানিয়েছে, তারা বিশৃঙ্খলার আশঙ্কায় সমাবেশ থেকে আটজনকে আটক করে।
সমাবেশে সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রির বোন ও সঙ্গীত শিল্পী আহমেদ ধানী উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর মাসে পুর্নামা নির্বাচনী প্রচারণাকালে বলেন, ইসলামিক দলগুলো কোরআনের আয়াত ব্যবহার করে তাকে ভোট দেয়ার ব্যাপারে ভোটারদের নিরুৎসাহিত করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।- বাসস