মুক্তিযোদ্ধা সংসদে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন কল্পে শহীদ কামারুজ্জামান চত্তরে (রেলগেট বিন্দুর মোড়) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা কমান্ড কতিপয় গুরুত্বপূর্ণ কর্মসূচী গ্রহণ করে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস কর্মসূচীর মধ্যে ছিল ভোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শীর্ষে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতার প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ৯.৩০ মিনিটে জেলা কমান্ডের সদস্য প্রবীন রাজনীতিবিদ যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ সংগঠক বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লার সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্ম দিবসের আলোচনা সভা এবং দিনব্যাপী মাইক যোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। সভা চলাকালীন সময়ে- মোবাইল ফোনে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন- রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী।

এ সকল কর্মসূচীতে অংশ গ্রহণ করেন- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মতিউর রহমান, মহানগর কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, জেলা কামান্ডের চলতি প্যানেল ২৩-২৪ ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম (বাগমারা), সহকারী কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রেল কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ সামাদ (ঞ.ঞ), আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের মহানগর নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস ও বীরমুক্তিযোদ্ধা বয়েন উদ্দিন (জনতা ব্যাংক), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের রাজশাহী জেলা সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, সহ-সভাপতি মাসুম আল-রশিদ শিশির, সদস্য- তুহিন, সুমন ও শেখ জলি প্রমুখ। পবিত্র রোজার কারণে জন্মদিনের কেক কাটা কর্মসূচী বাতিল করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ