জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্র্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) নগরীর গণকপাড়া কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস।

সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস ও আমিন কুজুর, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ লাকরা, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বীরেন বেসরা, নওগাঁ জেলার নেতা রূপচাঁদ মাহাতো, মহানগরের সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন বিশ্বাস।

সভায় বক্তাগণ বলেন, জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি নিয়ে রাজপথের সংগ্রাম করতে হবে এবং জাতীয় ভাবে এটাকে তুলে ধরতে হবে।সভায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের পক্ষে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিকমে রাজশাহী ও নওগাঁ জেলার ৩ জন কেন্দ্রীয় সদস্যকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বহিষ্কার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ