জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতী লীগের সভা

আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১:২৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


শোক সভায় নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ-সোনার দেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতীলীগ মহানগরের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ তাঁতী লীগ নগরের সভাপতি আনিসুর রহমান আনার। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোকশেদ উল আলম সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাজমুল হক, রুপন, শফিকুল, বিপ্লব, যুগ্ম সম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ, জিন্নাহ বাবু প্রমুখ।