সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতা শেষে জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ হোসেন খান। এসময় জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, সহকারী পরিদর্শক মো. রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, প্রধান শিক্ষক শাহ আলম, হাসিনুর রহমান, সাইফুল ইসলাম, রোকসানা আহমেদ, শরীর চর্চা শিক্ষক বাইরুল ইসলাম, মাইনুল ইসলাম, আব্দুল মতিন, আনিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মমতাজ মহল, শিরিন সুলতানা প্রমূখ।