সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সভায় বিভাগীয় কমিশনার নূর উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা-সোনার দেশ
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
সভায় আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, আসন্ন ঈদ-উল-আযহা উদযাপন, কোরবানীর পশুহাটের নিরাপত্তা, শারদীয় দুর্গোৎসব, মাদক, পাচার ও জঙ্গিবাদসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা ও মহানগর পলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।