মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ‘আকিজ সিরামিকস’ টাইলস এর ৮৭ তম এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের পূর্ব বাজার এলাকার মসজিদ রোডে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন আকিজ সিরামিকস এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আশরাফুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ সিরামিকস এর জয়পুরহাট এক্সক্লুসিভ শো-রুমের পরিবেশক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ সিরামিকস এর উত্তরবঙ্গের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মো. নেওয়াজ ইকবাল শুভ, রোশার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জয়নাল আবদিন আবেদ, রাজশাহীর এরিয়া কর্মকর্তা ওমর শরীফ, আকিজ ব্রান্ডের সিনিয়র নির্বাহী নাহিন সম্রাট, প্রকৌশলী আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও শরিফুল ইসলাম। উদ্বোধন শেষে ‘আকিজ সিরামিকস’ টাইলস জয়পুরহাট এর পরিবেশক মনিরুজ্জামান জানান, এখন থেকে জয়পুরহাটের মানুষ আকিজের টাইলস সমূহ সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।