জয়পুরহাট জিজেসিসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।। চ্যাম্পিয়ন রাজিয়া হাউস, রানারআপ সিতারা হাউস

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি



জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী দশম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে ৩৮ ইভেন্টে রাজিয়া হাউস সার্বিক বিষয়ে পয়েন্ট তালিকায় ২১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
পয়েন্ট তালিকায় ১৫৩ পয়েন্ট নিয়ে সিতারা হাউস রানারআপ হয়েছে। তারামন হাউস পয়েন্ট পেয়েছে ১৫২। গতকাল বৃহস্পতিবার সমাপনী দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাডেট কলেজ সমূহের পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, পড়াশুনার বাইরে বিভিন্ন বই, জ্ঞান বিজ্ঞান ও অন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে যিনি বেশি দক্ষ, তিনি ততো ভালো ফলাফল করতে সক্ষম হবে। এগুলোতে ভালো করলে নিজের মধ্যে দক্ষ সৃজনশীল মেধা গড়ে উঠার দরুন সহজেই সে জিপিএ ৫ অর্জন করতে পারবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়পুরহাট গার্লস্ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. হেদায়েতুন নবী। সমাপনী অনুষ্ঠানে সকলকে আনুষ্ঠানিকতায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কলেজ প্রিফ্যাক্ট ক্যাডেট তাসনিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ