বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে টিপসই এবং স্বাক্ষর জাল করে দশ টাকার চাল বিতরণে অভিনব জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়ার চারদিন পরও ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এক মাসের চাল দিয়ে দুই মাসের টিপসই ও স্বাক্ষর নেয়ার প্রমাণ মিলেছে সরেজমিন অনুসন্ধানে। নিরক্ষর হতদরিদ্র আদিবাসী পল্লীগুলোতেই বেশি ঘটেছে এই নজিরবিহীন জালিয়াতি ও দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠেছে, হতদরিদ্রদের চাল বাইরে বেশি মূল্যে বিক্রি করে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট ডিলাররা।
গতকাল সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গড়ডাইং গ্রামে পৌঁছাতেই একদল আদিবাসী রাজশাহী থেকে যাওয়া গণমাধ্যমকর্মীদের চারদিক থেকে ঘিরে ধরেন। শতঘর আদিবাসীর এই গ্রামে ১০ টাকা কেজি চালের কার্ড পেয়েছেন ৭ জন। আদিবাসী গ্রামের ম-ল জুয়েল সরেন বাবু বলেন, গোগ্রাম ইউনিয়নের দুইজন ডিলারের একজন মিজানুর রহমান সোলাব ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ওয়ার্ডের কার্ডধারীদের গত ২৭ সেপ্টেম্বর কার্ড হস্তান্তর করা হয়েছে। কার্ড হস্তান্তরের সময় কার্ডগুলোতে সেপ্টেম্বর মাসের চাল উত্তোলন দেখানো হয়েছে। গত ৪ অক্টোবর আদিবাসীদের কার্ড প্রতি ৩০ কেজি চাল দিয়ে কার্ডে টিপসই নিয়েছেন। কিন্তু আদিবাসীদের কার্ডগুলো চেক করতে গিয়ে তারা ডিলারের জালিয়াতি ধরতে পারেন। কারণ সেপ্টেম্বর মাসে কোনো কার্ডধারীকে চালই দেয়া হয় নি।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, গড়ডাইং আদিবাসী পল্লীর বাসিন্দা নিমাই সরেন যার কার্ড নম্বর-৯৬৪। নিমাই বলেন, তিনি লেখাপড়া কিছুই জানেন না। গত ২৭ সেপ্টেম্বর তাকে কার্ড হস্তান্তর করেন ডিলার। ওইদিন কোনো চাল দেয়া হয় নি। কার্ড হস্তান্তরের সময় কার্ডে তিনি টিপসই দেন নি। হস্তান্তরের সময় ডিলার সেপ্টেম্বর মাসে চাল বিতরণ দেখিয়েছেন এটা তিনি বুঝতে পারেন নি। গ্রহীতার ঘরে শুধু লেখা রয়েছে নিমাই। অন্যদিকে গত ৪ অক্টোবর ৩০ কেজি চাল দিয়ে কার্ডের গ্রহীতার ঘরে নিমাই এর টিপসই নিয়েছেন। গ্রামের ম-ল কার্ডটা চেক করতে গিয়ে ডিলারের জালিয়াতি ধরতে পেরেছেন।
একইভাবে গড়ডাইং আদিবাসী পল্লীর পরমেশ্বর মারান্ডি (কার্ড নং-৯৬৩), মঙলা উঁরাও (কার্ড নং-৯৪৬), অনিল টুডুর (কার্ড নং-৯৬২), ক্ষেত্রেও একই ধরনের জালিয়াতি হয়েছে। তারা বলেন, আমরা সই করতে জানি না। টিপসই দিতে পারি। আদিবাসী গ্রামের ম-ল আরো বলেন, আদিবাসীরা পড়ালেখা কিছুই জানেন না। কিন্তু তাদের কার্ডগুলোতে সেপ্টেম্বর মাসের চাল বিতরণ দেখিয়ে কার্ডে গ্রহীতার ঘরে স্বাক্ষর করা দেখানো হয়েছে। জুয়েল বলেন, প্রতিটি আদিবাসীর ক্ষেত্রে ডিলার এমন জালিয়াতি ও দুর্নীতি করেছেন। সেপ্টেম্বর মাসের চাল তুলে বাইরে বিক্রি করে দিয়েছেন বলে জানান তারা।
অন্যদিকে সরেজমিনে খোঁজ নিয়ে আরো দেখা গেছে, শুধু আদিবাসী নয়- অন্যদের ক্ষেত্রেও একই ধরনের জালিয়াতি করেছে ডিলাররা। গড়ডাইং এর পার্শ্ববর্তী বলিয়ার ডাইং গ্রামের বাসিন্দা জুলফিকার নাঈম (কার্ড নং-৮৯৬) বলেন, তার কার্ডেও একই কারচুপি করেছে ডিলার। শুধু তিনি নন, তার গ্রামের সব কার্ডের সেপ্টেম্বর মাসের চাল না দিয়ে ডিলার কাল্পনিক সই স্বাক্ষর দেখিয়েছেন। তবে তিনি অক্টোবর মাসের চাল পেয়ে স্বাক্ষর করেছেন কার্ডে। জুলফিকার নাঈম ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৬ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের দুই ডিলারের একজনের নাম তৌহিদুল ইসলাম যিনি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। অন্যজন মিজানুর রহমান গোগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা নিজেও একটি কার্ড পেয়েছেন। তাকেও একইভাবে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাসুদ জানান, গোগ্রাম ইউনিয়নে হতদরিদ্র মানুষের এই কার্ডের সংখ্যা ১ হাজার ৬৩৫টি। এই ইউনিয়নের এক মাসের বরাদ্দ প্রায় ৪৯ টন। হতদরিদ্ররা জানান, সেপ্টেম্বর মাসের পুরো বরাদ্দ তুলে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন দুই ডিলার। এই পরিমাণ চালের বাজার মুল্য প্রায় ১৫ লাখ টাকা। অন্যদিকে সরকারি মূল্য ৫ লাখ টাকা।
এদিকে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ডিলার তৌহিদুল ইসলাম ও মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তারা প্রথমে অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসেরই চাল তাদের দেয়া হয়েছে। তবে এক মাসে স্বাক্ষর ও অন্য মাসে টিপসই কেন জানতে চাইলে দুই ডিলার ফোনে কথা না বলে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার ৯ ইউনিয়নে কার্ড সংখ্যা ১৪ হাজারের কিছু বেশি। ৯ ইউনিয়নে মোট ১৮ জন ডিলার রয়েছেন। প্রতি মাসে ১৮ ডিলার ৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাচ্ছেন। উপজেলার প্রায় সব এলাকা থেকেই ১০ টাকার চাল বিতরণে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। তবে এক মাসের চাল দিয়ে দুই মাসের স্বাক্ষর ও টিপসই নেয়ার ঘটনা প্রত্যেক ইউনিয়নে ঘটেছে বলে অভিযোগে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন, গোগ্রাম ইউনিয়নে চাল বিতরণে ডিলারের জালিয়াতির মৌখিক অভিযোগ পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রটকে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, চাল নিয়ে দুর্নীতির ব্যাপারে প্রশাসন ‘জিরো টলারেন্স’ থোবে। চাল বিতরণে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে প্রশাসন আইনগতভাবে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে।