ড. মতিউর রহমানের ৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন বুধবার

আপডেট: মে ৭, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে বিশিষ্ট রবীন্দ্র ও বঙ্গবন্ধু গবেষক প্রফেসর ড. মো মতিউর রহমানের ৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। তিনি আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন উপাচার্য ড. হাসন রাজা। লেখক গবেষক প্রাবন্ধিক ঐতিহাসিক সাংবাদিক আইনজীবী বুদ্ধিজীবী অনুষ্ঠানের উপস্থিত থাকবেন। রবি ঠাকুরের বাংলাদেশের একমাত্র নিজস্ব কুটিবাড়ী পতিসরে আন্তর্জাতিক রবীন্দ্র জার্নাল দ্রোহী জার্নাল এবং প্রায় দুইশত গ্রন্থ প্রকাশ হতে চলেছে। এ পর্যন্ত প্রফেসর ড. মো. মতিউর রহমান এর ৪০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

‘রবীন্দ্র জার্নাল’ ও ‘দ্রোহী জার্নাল’ নামক দুটি আন্তর্জাতিক মানের জার্নাল নিয়মিত প্রকাশ করেন তিনি। রবীন্দ্র জার্নালের সম্পাদক এবং প্রকাশক আর দ্রোহী জার্নালের প্রকাশক। ২০০৪ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করতে শুরু করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০ এবং প্রবন্ধের সংখ্যা ১৫৩। তিনি বিশিষ্ট রবীন্দ্র ও বঙ্গবন্ধু গবেষক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version