সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ইলিয়াস বাবর
আর কিছুই মনে নেই আমার-
ধুতুরায় দুঃখ বদল করতে গিয়ে জেনি গেছি
মৎস্যগন্ধার ছেলেই লিখেছেন- ব্যসবেদ!
অথচ মা আমার কথা দিয়েছেন-
ফর্সা চামড়ার কাউকে পুত্রবধু করে
পাড়ামাথায় তুলে জানান দেবেনÑ
আমরা যৌতুক নেই না, বউ নেই!
হাবসি বেলালের মর্মস্পর্শি আহ্বানের ভেতরে
খুঁজে পাই শৈল্পিক একখান মন
একদা বেহিসেবি ডাকে সাড়া দিয়েছিল-
দক্ষিণপাড়ার তরমুজসুন্দরী…