তরুণদেরকেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : বিভাগীয় কমিশনার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, মানুষের কাছে প্রশাসনের সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই ডিজিটালাইজেশনের উদ্দেশ্য। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটা দক্ষ ও সুযোগ্য জনশক্তি গড়ে তোলা। কারণ আজকের তরুণ শিক্ষার্থীরা আগামী দিনের সম্পদ। তাদেরকেই আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
গতকাল রোববার বিকেলে রাজশাহী কলেজ প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত তিনদিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন মিয়া, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সূচনা বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুলতান আব্দুল হামিদ। এসময় বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ জেলা টিম ক্যাটাগরিতে পুরষ্কার পায় জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়ন ক্যাটাগরিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী। শ্রেষ্ঠ জেলা শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে রাজশাহী কলেজ রাজশাহী। দ্রুত নাগরিক সমস্যার সমাধানকারী জেলা টিম ক্যাটাগরিতে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া। শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দফতর ক্যাটাগরিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি জয়পুরহাট সার্কেল। শ্রেষ্ঠ নথি বাস্তবায়নকারী দফতর ক্যাটগরিতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর। শ্রেষ্ঠ পোর্টালের দফতর জেলা প্রশাসকের কার্যালয় পাবনা। শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক ক্যাটাগরিতে অ্যান্ড্রয়েড কন্ট্রোল্ড রোবট উদ্ভাবন করে প্রধান স্থানকারী দলের টিম লিডার আজমাঈন আকমল, ইনফান্ট ইনকিউবেটর উদ্ভাবন করে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের টিম লিডার আনোয়ার হোসেন এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জনকারী ডুয়াল সিস্টেম রেফ্রিজারেশন উদ্ভাবনকারী দলের টিম লিডার শিবলি সিদ্দিক ও ওয়াটার লেভেল ইনডিকেটর উদ্ভাবনকারী দলের টিম লিডার সৌরভ হাসান।
এদিকে মেলায় সেরা স্টল হিসেবে প্রথম স্থান অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুরের বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, দ্বিতীয় স্থান অর্জনকারী রাজশাহীর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং যুুগ্ম ভাবে তৃতীয় স্থান অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর ও নওগাঁ জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি।
বিজয়ীদের হাতে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানসহ অন্যান্য অতিথিরা ক্রেস্ট তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ