তানোরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা গ্রেফাতার ১

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:


রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবুর উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় ফুটবল মাঠের দক্ষিণে প্রেস ও চা স্টলের সামনে ঘটে হামলার ঘটনাটি। এঘটনায় চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বাদি হয়ে ওই ইউপির মেম্বার ও ইউপি আ”লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান কে প্রধান আসামি ও ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে হামলাকারী জাকারিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

তার বাড়ি বিলশহর গ্রামে। চেয়ারম্যানের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে তালন্দ ইউপির মেম্বারসহ জনসাধারণের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে হামলাকারীদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি করেছেন জনসাধারণ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বাজার করার জন্য তানোর পৌর সদর গোল্লাপাড়া হাটে আসেন। বাজারের যাওয়ার আগে তিনি এক প্রেসের দোকানে বসে। এসময় মেম্বার আবুল হাসান তাঁকে দেখতে পেয়ে কাঁচি প্রতীকের লোক মার শ্যালাকে। সাথে সাথে হাসানের লোকজন চেয়ারম্যান কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা শুরু করে। স্থানীয় লোকজন তাদের হাত থেকে চেয়ারম্যান কে রক্ষা করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে এজহার দায়ের করেন চেয়ারম্যান। তার বাম চোখে মারাত্মক জখম দেখা যায় এবং গলায়, ঘাড়ে দাগও দেখা যায়।

মঙ্গলবার সন্ধার পরে চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর সাথে মোবাইলে কথা বলা হলে তিনি বলেন, আমি প্রকাশ্যে নৌকার ভোট করেছি, এটা দিবালোকের মত পরিস্কার। নৌকা জয়লাভের পরদিন হাসানের নেতৃত্বে আমার গভীর নলকূপে তালা দেয়া হয়। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে তালা খোলা পড়ে। মঙ্গলবার আমি বাজার করার জন্য গোল্লাপাড়া হাটে আসি। হাটে প্রবেশের আগে প্রেসের দোকানে বসি।

আমাকে দেখতে পেয়ে মেম্বার হাসান কাঁচির লোক বলে হামলা চালায়। হামলায় বাম চোখে কিল ঘুষি মারে এবং গলায় ও শরীরে এলোপাতাড়ি মারপিট করে। আমি চোখের চিকিৎসার জন্য রাজশাহী এসেছি। এখানে আসার পর ফোন করে লোকজন বলছে হাসান গভীর নলকূপে তালা মারার জন্য গেছে। আমি ইউনিয়ন পরিষদ (ইউপির) নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলাম। একজন জনপ্রতিনিধি কে মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে মারছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে।

এবিষয়ে মেম্বার ও ইউপি আ”লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন এবিষয়ে আমি কিছু জানিনা বলে জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ