তানোরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে গভীর নলকূপের অপারেটরের কাছে চাঁদা দাবি করায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালনা মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলী ছেলে তসলিম খান (৩৮) ও মহাসিন খান (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কালনা মিরাপাড়া গ্রামের আবু সাইদ নামের গভীর ডিপ টিউবওয়েলে অপারেটরের কাছ থেকে একই গ্রামের তসলিম খান ও মহাসিন আলী খাঁন ৫০ হাজার টাকা চাঁদা বাদী করেন। আর সেই চাঁদার টাকা না দেয়ায় চলতি মাসের ১৩ তারিখের ডিপ টিউবওয়েল পার্শ্বে রাস্তায় ধরে তাকে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আর তার জামার শার্টের পকেটে থাকা ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় আবু সাইদ বাদী হয়ে ৩ জনকে আসামি করে গত ১৯ তারিখে তানোর থানায় একটি চাঁদাবাজি মামলা করলে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম জানান, আসামি দুই জনকে  গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী একজনকে ধরার চেষ্টা চলছে। তাকেই ধরে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ