তানোরে বিশ্ব শিক্ষক দিবস পালন

আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:


‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষকের সামাজিক অঙ্গিকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে তানোরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকালের দিকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন একে সরকার সরকারি কলেজের পদত্যাগী অধ্যাক্ষ সাইদুর রহমান, টিবিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার হলদার, আল মাদ্রাসাতুল ইসলাহিয়ার সুপার মাওলানা মুকছেদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষক আরমান হোসেন, আনিসুজ্জামান, আবুল হাশেম, মাওলানা আবুল হোসেন ইকবাল হোসেন, নাজমুল হোসেন রঞ্জু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।