সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর উপজেলা অডিটোরিয়ামে বয়স্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুুল্লাহ আল মামুন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সরনজাই ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আবদুুল মতিন, সমাজসেবা অফিসার মতিনূর রহমান প্রমুখ। এসময় ২শ ৩১ জন বয়স্ক, ২শ ৫৬ জন প্রতিবন্ধী, ৫৮ জন বিধবা, ও ৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বই ও ভাতা তুলে দেওয়া হয়। পরে বার্ষিক উন্নায়ন তহবিল হতে অস্বচ্ছল কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্প্রে মেশিন, ফ্যানসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।