রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
মাদক বেচা-কেনা ছেড়ে সুন্দর জীবনে ফেরার শপথ নিলেন তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মাদক ব্যাবসায়ীরা।
গতকাল মঙ্গবার সন্ধ্যায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঝোটিকা অভিযানে মাদক বিষয়ে বেশ কিছু মামলা হওয়া ঠাকুর পুকুর ও আমশো গ্রামের হক সাহেব, নুর সাহেব, পীর সাহেবসহ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশী করেন। বাড়ি তল্লাশী করে কোন মাদক দ্রব্য না পাওয়ায় তিনি ওই বাড়িগুলোর বেশ কয়েকজন নারী-পুরুষকে একত্রিত করে মাদক ব্যবসা না করার জন্য পৃথক পৃথক ভাবে শপথ করান। এসময় শপথকারীরা ওসি’র কাছে ওয়াদাবন্ধ হয়ে শপথ করে বলেন, আমরা আগে মাদক বিক্রি করতাম, এখন করি না। আর কোন দিন মাদক ব্যাবসা করবো না, ভালো হয়ে সুন্দরভাবে জীবন-যাপন করবো।
এ ব্যাপারে ওসি আবদুস সালাম সকলের উদ্দেশ্যে বলেন, যেকোন মূল্যে তানোরকে মাদকমুক্ত করা হবে। মাদক বেচা-কেনাসহ সেবনের বিষয়ে আপনাদের এই ঠাকুর পুকুর গ্রামে ব্যাপক বদনাম রয়েছে, একাধিকবার অভিযান চালিয়ে তা উদ্ধারসহ অনেককেই গ্রেফতার করা হয়েছিল, তারপরও মাদক বেচাকেনার অভিযোগ উঠছে। আজকের মতো প্রায় প্রতিদিনই মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালানো হবে। আর আপনারা এই গ্রামের অপরিচিত কোন লোককে দেখলে বা কেউ মাদক বেচা-কেনা করছে এমনটি কোন বিষয় চোখে পড়লে ক্রেতা-বিক্রেতাকে আটকিয়ে থানায় খবর দেয়ার আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে ঠাকুর পুকুর গ্রাম মাদকের আখড়া হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত এবং মাদক কেনা-বেচার বিষয়ে আলোচনা ও সমালোচনা চলে আসছিল এবং মাদক বিষয়ে গ্রামের বেশ কয়েকটি বাড়ির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।