বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর থানা পুলিশের উদ্দ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে তানোর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং এর ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চালকদের উদ্দ্যেশে সচেতনতামূলক বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সালাম।
তানোর থানার এসআই রায়হানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনীময় সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক, তানোর পৌর সভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার ভুটভুটি, অটো, বাস ও ট্রাক চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা এবং চালকরা এক মত হয়ে তানোর উপজেলার সড়কগুলোতে দুর্ঘটনা রোধে সকলে গতি নিয়ন্ত্রন করে গাড়ী চালানো এবং সড়ক নিরাপদ রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।