তিন বছর পর দেশে শিরীন

আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১১:৩৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক
‘পাঞ্জাবীওয়ালা’ গান দিয়ে দেশের সংগীতাঙ্গনে নিজের জানান দেন লন্ডন প্রবাসী সংগীতশিল্পী শিরীন। এরপর মাঝে মধ্যে দেশে ফিরেছেন গানের টানে। তিন বছর আগেও দেশে এসে সর্বশেষ প্রকাশ করেছেন তার তৃতীয় অ্যালবাম ‘রঙিলা’। এবারও গানের জন্যই দেশে এলেন এ গায়িকা।
মঙ্গলবার সকালে দেশে ফিরে তিনি বললেন, ‘এবারও গান নিয়ে ব্যস্ত থাকব। কাল থেকে রিহার্সেল। এতদিন পর দেশে এসে সত্যিই ভালো লাগছে। লন্ডনের তাপমাত্রা এখন বেশ ঠা-া। ঢাকার আবহাওয়াটা তাই দারুণ লাগছে।’
শিরীনের প্রথম একক ‘পাঞ্জাবীওয়ালা’ ২০০৭ সালে প্রকাশিত হয়। হাবিব ফিচারিং সে অ্যালবাম ব্যাপক জনপ্রিয় হয়। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক ‘মাতওয়ালী’। তৃতীয় অ্যালবাম ‘রঙিলা’র প্রকাশ ২০১৩ সালে।-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ